যারা ক্ষমতার অপব্যবহার করছে তাদের বর্জন
প্রকাশিত : ১৬:২৯, ২০ মে ২০১৭ | আপডেট: ১৮:৫৭, ২০ মে ২০১৭
মহাজোটের নাম ভাঙিয়ে যারা ক্ষমতার অপব্যবহার করছে তাদের বর্জন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে জাসদের প্রতিনিধি সভায় তিনি বলেন, রাজনীতির ছত্রছায়ায় যারা দুর্নীতি করে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। খালেদা জিয়ার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামাত বাংলাদেশের রাজনীতির জন্য হুমকি। শুধু ক্ষমতার বাইরেই নয়, তাদের রাজনীতিরও বাইরে রাখতে জনগণের প্রতি আহ্বান জানান জাসদ সভাপতি।
আরও পড়ুন