ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

যারা মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে ভোট নিয়েছিল তারা একটা মাদ্রসাও নির্মাণ করেনিঃ শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৭:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০১৬

emযারা দেশে মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে ভোট নিয়েছিল তারা একটা মাদ্রসাও নির্মাণ করেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া ড.মনসুরউদ্দীন মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, এক সময় বলা হয়েছিল শেখ হাসিনাকে নৌকায় ভোট দিলে দেশে কোনো মাদ্রাসা থাকবে না। যারা এ কথা বলে ভোট নিয়েছিল তারা একটা মাদ্রাসা নির্মান করে দেখাতে পারেনি। সরকার এরিমধ্যে ১ হাজার ৩শ ৩১টি মাদ্রাসার বিল্ডিং তৈরি করেছে এবং মাদ্রসাগুলোতে অনার্স কোর্স চালু করা হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি