ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

যারাই অলস শুধু তারাই পাবেন এ স্কলারশিপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২৩ আগস্ট ২০২০

জার্মানির হামবুর্গের দ্য ইউনিভার্সিটি অব ফাইন আর্টস’র একটি ভবন- সংগৃহীত

জার্মানির হামবুর্গের দ্য ইউনিভার্সিটি অব ফাইন আর্টস’র একটি ভবন- সংগৃহীত

যারা সারাদিন কোন কাজ করেন না। শুধু শুয়ে বসে এবং খেয়ে দিন কাটাতে চান তাদের জন্য সুযোগ দিচ্ছে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়। আপনি যদি এমন অলস হয়ে থাকেন তাহলে আপনার জন্য এসেছে সেই সুযোগ। 

জার্মানির হামবুর্গের দ্য ইউনিভার্সিটি অব ফাইন আর্টস’র এ স্কলারশিপে যিনি নির্বাচিত হবেন তিনি পাবেন ১ হাজার ৬০০ ইউরো বা ১ লাখ ৬০ হাজার টাকা। আসলে একটি গবেষণার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের মধ্যে কাজ করার ও অবসর যাপনের যে যৌথ ইচ্ছা থাকে, তা যাচাই করতেই এই আয়োজন।

ফ্রেডরিখ বন বরিস নামে এক গবেষক জানান, আপাতভাবে বিষয়টিকে ঠাট্টা মনে হলেও এটি তা নয়। মূলত অবসর যাপনের চূড়ান্ত রূপ কী হতে পারে, সেটাই দেখা এর উদ্দেশ্য।

অংশগ্রহণকারীরা কতক্ষণ কিছু না করে থাকতে পারছেন। তার পাশাপাশি কোন ধরনের কাজ তারা করতে চাইছেন না, সেটাও বিচার করে দেখা হবে।

সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত এই প্রোগ্রামে আবেদন করা যাবে। যদি নির্বাচিত হন তাহলে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে স্কলারশিপ দেয়া হবে। (ন্যাশনাল পাবলিক রেডিও বা এনপিআর)

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি