ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তফ্রন্ট, ঐক্য প্রক্রিয়ায় জড়িত সবাই নির্বাচনে আসবে: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:১৫, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়ায় জড়িত সবাই নির্বাচনে অংশ নেবে। আজ রোববার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমার বিশ্বাস সবাই নির্বাচনে আসবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক কিছু ঠিক হয়ে যাবে। যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়ায় জড়িতরা নির্বাচনে আসবে, এমন খবরও আমাদের কাছে আছে।

ওবায়দুল কাদের বলেন, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তিনি বলেন, আইনটির বিধিমালা হওয়ার পর এর অস্পষ্টতা দূর হয়ে যাবে। তিনি এই আইন নিয়ে সাংবাদিকদের ভীত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই আইনের মাধ্যমে সাংবাদিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি