ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় প্রাণ গেল ৭০৮ জনের

সরওয়ার হোসেন, লন্ডন

প্রকাশিত : ২২:৩৬, ৪ এপ্রিল ২০২০ | আপডেট: ২২:৩৯, ৪ এপ্রিল ২০২০

ব্রিটেনে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৭০৮ জন মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় বিকল চারটায় সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ক্যাবিনেট মন্ত্রী মাইকেল গোভ। এদিন ৫ বছর বয়সী এক শিশু মারা যান, যার শারীরিক অসুস্থতা ছিল বলে জানানো হয়েছে।

এটি ব্রিটেনে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এ নিয়ে করোনা ভাইরাসে শনিবার ব্রিটেনে মৃত্যুর সংখ্যা সংখ্যা দাঁড়িয়েছে ৪৩১৩ জনে। ব্রিটেনে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে, গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন ৫৬৯ জন, শুক্রবার ৬৮৪ জন। আর আজ শনিবার ঘোষণা করা হয়েছে ৭০৮জনের মৃত্যুর খবর। শনিবার সকাল পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে ৪১৯০৩ জন। গতকাল বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন ৫৬৮ জন। 

ব্রিটেনের স্বাস্থ বিভাগ জানিয়েছেন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৭৩৫ জন। যা গতকাল ছিলো ৪৪৫০ জন। মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪১৯০৩ জন। মৃতদের বয়স ৫ থেকে ১০৪ বছর পর্যন্ত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
কেআই/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি