ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

যুক্তরাজ্যে পথচারীদের ওপর গাড়ি হামলা, সন্দেহভাজন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ১৯ জুন ২০১৭ | আপডেট: ১১:২৩, ২০ জুন ২০১৭

যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ফিঞ্চবুরি পার্কের কাছে পথচারীদের ওপর গাড়ি হামলা চালানো হয়েছে। সেসময় সন্দেহভাজন ১ জনকে আটক করে লন্ডন পুলিশ।
স্থানীয় সময় সোমবার মাঝরাতে হামলার ঘটনা ঘটে। ফিঞ্চবুরি পার্ক মসজিদ সংলগ্ন স্থানে হামলা চালানো হয়ে বলে নিশ্চিত করেছে পুলিশ। এসময় কিছু মানুষ নিজেদের কাজে ব্যস্ত ছিল। আচমকা একটি গাড়ি এসে তাদের ওপর আঘাত করে। খবর পেয়ে পুলিশসহ জরুরী সেবাদানকারী সংস্থা গুলো ঘটনাস্থলে উপস্থিত হয়। এতে বহু হতাহতের আশংকা করছে পুলিশ। এদিকে হামলাকারী গাড়ির চালক পালিয়ে গেলেও সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি