ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

যুক্তরাজ্যে ১৮ বছরের আগে পর্নো সাইটে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ১৮ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:২৫, ১৮ জুলাই ২০১৭

যুক্তরাজ্যে পর্নো সাইটগুলোতে ঢোকার আগে ব্যবহারকারীকে প্রমাণ দেখাতে হবে তাদের বয়স ১৮ বছর হয়েছে। সম্প্রতি ইন্টারনেট জগতকে শিশুর কাছে নিরাপদ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার।

‘ডিজিটাল ইকোনোমি অ্যাক্ট’ নামে এই আইন জারি করা হলে পর্নো ওয়েবসাইটগুলোকে এজ ভেরিফিকেশন কনট্রোল ইন্সটল করতে হবে। বয়স বাছাইয়ের জন্য ব্যবহারকারীদের কাছে ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হবে।

আইনটি ভঙ্গ করলে পর্নো কোম্পানিগুলোর ওয়েবসাইট ব্লক করে দেবে ইন্টারনেট প্রোভাইডাররা। পাশাপাশি আইনটি কার্যকর করতে একটি রেগুলেটরি কমিটিও গঠন করা হবে।

উল্লেখ্য, গত বছর ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিল্ড্রেনের (এনএসপিসিসি) এক জরিপে দেখা গেছে, ২৮ শতাংশ শিশু ইন্টারনেট ব্রাউজ করতে করতে পর্নো সাইটে ঢোকে। আর ১৯ শতাংশ শিশু নিজে থেকেই ইন্টারনেটে গিয়ে পর্নো সাইট খোঁজে।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি