ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যে ২৪ তলা ভবনে আগুন লাগার ঘটনায় বাংলাদেশী পরিবার নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৪:২৩, ১৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে ২৪ তলা আবাসিক ভবন- গ্রিনফেল টাওয়ারে আগুন লাগার ঘটনায় অনেকের সাথে ৪ সদস্যের এক বাংলাদেশী পরিবার নিখোঁজ রয়েছে।
বিভিন্ন সংবাদ মাধ্যম ও স্বজনরা জানান, ভবনটির একটি ফ্ল্যাটে কমরু মিয়া, তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে থাকতেন। ঘটনার সময় তারা টেলিফোনে স্বজনদের ভেতরে আটকে পড়ার কথা জানান। পরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুরো ভবনজুড়ে চলছে তল্লাশী। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৬৮ জনকে। এরমধ্যে ১৮ জনের অবস্থা আশংকাজনক। এদিকে এ ঘটনার তদন্ত করে দায়ীদের শাস্তি দেয়ার প্রতিশ্র“তি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ওই ভবনে আগুন লাগে। সেসময় ভবনটিতে ৬শ’রও বেশি মানুষ ছিল বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি