ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪

যুক্তরাজ্যের নির্বাচন কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ৮ জুন ২০১৭ | আপডেট: ১১:২৭, ৮ জুন ২০১৭

আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হচ্ছে যুক্তরাজ্যের নির্বাচন। বিভিন্ন সংবাদ মাধ্যমের সর্বশেষ জরিপে প্রধান দুই দল- কনজারভেটিভ ও লেবার পার্টির মধ্যে ব্যবধান মাত্র কয়েক পয়েন্টের। তাই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন নিয়ে রয়েছে শংকা। ভোটের মাঠে রয়েছেন ১৪ বাংলাদেশী বংশোদ্ভুত।
একদিকে সন্ত্রাসী হামলা মোকাবেলা অন্যদিকে ব্রেক্সিট। দুই ইস্যুকে সঠিকভাবে সামলে নিতে পারে এমন যোগ্য নেতার হাতে দেশকে তুলে দিতে যাচ্ছে ব্রিটিশরা।
স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট। চলবে রাত ১০টা পর্যন্ত। দেশজুড়ে খোলা হয়েছে ৪০ হাজার পোলিং স্টেশন। এর মাধ্যমে ভোটাররা পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০ জন প্রতিনিধি নির্বাচন করবে।
অনেকগুলো দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে থেরেসা মে’র কনজারভেটিভ পার্টি ও জেরেমি করবিনের লেবার পার্টির মধ্যে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সর্বশেষ জরিপে এগিয়ে আছে করজারভেটিভ পার্টি। তবে ব্যবধান মাত্র কয়েক পয়েন্টের।
নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। পার্লামেন্টের আসনগুলোর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন হাজার ৩০৩ প্রার্থী। গতবারের নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনের সুযোগ পায় কনজারভেটিভ দল। তবে এবার কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
ভোটের মাঠে রয়েছেন ১৪ ব্রিটিশ বাংলাদেশী প্রার্থী। এরমধ্যে রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রুপা হকসহ ৮ জন লড়ছেন লেবার পার্টির হয়ে। আরো চারজন লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এছাড়া সাজু মিয়া লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ও আফজল চৌধুরী ফ্রেন্ডস পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফলাফল যাই হোক ব্রেক্সিটের পর নতুন করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ছিলো সব নেতাদের কন্ঠে।

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি