ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্র চালু করেছে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

প্রকাশিত : ১৯:৩২, ১৩ মে ২০১৬ | আপডেট: ১৯:৩২, ১৩ মে ২০১৬

বহিঃশক্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বানানো স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করা যাবে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোকে। রোমানিয়ায় এই প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উর্ধ্বতন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের পাশাপাশি পুরো ইউরোপকেই এক ধরণের নিরাপত্তা ঢালের নিচে নিয়ে আসবে এই ব্যবস্থা। তবে, এতে রাশিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে অভিযোগ করেছে দেশটি। পোল্যান্ডে এ’রকম আরো একটি স্টেশন তৈরির কাজ চলছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি