ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ৩ অক্টোবর সংলাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:৩২, ৫ অক্টোবর ২০১৭

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক দ্বিপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর মঙ্গলবার। আজ রোববার যুক্তরাষ্ট্র দূতাবাসের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য এ সংলাপে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ভারপ্রাপ্ত উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মিলার, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক মহাপরিচালক আবিদা ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

এতে বলা হয়, ২০১২ সালে শুরু হওয়া এই সংলাপ, বাংলাদেশের সঙ্গে আমাদের ক্রমবর্ধমান নিরাপত্তা সম্পর্ক এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন।

সংলাপে আলোচনার বিষয়বস্তু হবে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ এবং পাশাপাশি অংশীদারিত্ব বিস্তারের প্রচেষ্টায় মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ প্রসার, শান্তিরক্ষা, প্রতিরক্ষা বাণিজ্য, সামরিক সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবেলা, সমুদ্র নিরাপত্তা এবং আঞ্চলিক প্রতিরক্ষা।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি