ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র মিশনে রাতে মাঠে নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ২১ মে ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশের যুক্তরাষ্ট্র মিশন শুরু হচ্ছে আজ। বিশ্বকাপের আয়োজক দেশের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ সময় রাত নয়টায় মাঠে নামবে টাইগাররা।

ইউএসের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার উদ্দেশ্যেই এই সিরিজের খেলবে সাকিব-মাহামুদউল্লাহরা। 

দিন তিনেক আগে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। একদিন বিশ্রাম নিয়ে শুরু করেছে অনুশীলন। প্রথমদিনের অনুশীলন জিম-রানিংয়ে সিমাবদ্ধ থাকলেও দ্বিতীয় দিনে নির্ধারিত ভেন্যুতে ব্যাটে-বলে ঘাম ঝড়িয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 

ক্রিকেটের ধুম ধারাক্কা এই ইভেন্টের আগে ঝালিয়ে নেয়ার সুযোগে প্রতি ম্যাচেই বড় জয় চায় বাংলাদেশ। 

এদিকে, নিজেদের কান্ডিশনের ফায়দা লুটে বাংলাদেশের বিপক্ষে ভালো কিছুরই আশা করছে যুক্তরাষ্ট্র।

বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সবগুলো ম্যাচ হবে। সিরিজ শেষে ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আইসিসি কর্তৃক নির্ধারিত ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ।

৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শান্তদের বিশ্বকাপ মিশন। বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। প্রথম দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে বাকি দুটি ওয়েস্ট ইন্ডিজে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি