ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্র-মেক্সিকোর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হিলারি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ২০ আগস্ট ২০২৩

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘হিলারি’। এ কারণে মেক্সিকোর উত্তর-পশ্চিম পর্যটক অঞ্চল ও প্রতিবেশী মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ বলছে, মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আগে আঘাত হানতে যাচ্ছে হারিকেন হিলারি। বর্তমানে ঘূর্ণিঝড়টি মেক্সিকোর দক্ষিণ উপকূল থেকে ৬শ’ ৪৩ কিলোমিটার দূরে অবস্থান করছে। 

বাতাসের গতি ঘণ্টায় ২শ’ ৩০ কিলোমিটার। শক্তিশালী ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাতসহ ঘূর্ণিঝড়টি আঘাত আনবে বলে পূর্বাভাস করা হয়েছে। 

বাজা ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ এরই মধ্যে স্কুলগুলোর ক্লাস ও ইভেন্ট স্থগিত করেছে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি হিসেবে বন্দরগুলো বন্ধ রাখা হয়েছে। 

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সতর্ক করে বলেছে, ‘হিলারি’র কারণে প্রবল ঝড়ো বাতাস, আকস্মিক বন্যা ও সমুদ্রে উত্তাল ঢেউয়ের আশংকা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রোববার রাত নাগাদ ঘূর্ণিঝড়টি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে পৌঁছাবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি