যুক্তরাষ্ট্রে আক্রান্ত সোয়া ১৫ লাখ, প্রাণহানি ৯১ হাজার
প্রকাশিত : ০৯:৩৭, ১৮ মে ২০২০
মহামারি করোনায় সবেচেয়ে ক্ষতির মুখে পড়া মার্কিন যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন প্রাণহানির ঘটনা ঘটেছে। কার্যকরি ভ্যাকসিন আবিষ্কৃত না হওয়ায় প্রতিদিনই দেশটিতে প্রিয়জনদের হারানোর তালিকা দীর্ঘ হচ্ছে। যা প্রায় ৯১ হাজারে পৌঁছেছে। ভাইরাসটির শিকার হয়েছেন সোয়া ১৫ লাখের বেশি মানুষ।
বাংলাদেশ সময় আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লাখ ২৭ হাজার ৬৬৪ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৮৬৫ জনের। ফলে, এখন পর্যন্ত ট্রাম্পের দেশে করোনায় ৯০ হাজার ৯৭৮ জন মানুষের মৃত্যু হয়েছে।
আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেক কম। তারপরও সেখানে পুনরুদ্ধার হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৯ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৬ হাজার ৩৫৫ জন।
এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃহৎ শহর নিউইয়র্কে। যেখানে প্রাণহানি ২৮ হাজার ৩২৫ জন। আক্রান্ত ৩ লাখ প্রায় ৫৯ হাজার ৮৪৭ জনে দাঁড়িয়েছে। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটির হানা দিয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৯৭ জনের দেহে। যাতে প্রাণ গেছে ১০ হাজার ৩৬৬ জনের।
আবারও আক্রান্ত বেড়েছে ইলিনয়সে। যেখানে সংক্রমণ ছড়িয়েছে ৯৪ হাজারে। এর মধ্যে না ফেরার দেশে ৪ হাজার ১৭৭ জন। একই অবস্থা ম্যাসাসুয়েটস অঙ্গরাজ্যের। ৮৬ হাজার আক্রান্তদের মধ্যে প্রাণ গেছে ৫ হাজার ৭৯৭ জনের।
এমন অবস্থার পরও প্রাণঘাতি করোনায় বিপর্যয় কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও সচল হবে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। করোনা ঠেকাতে ভ্যাকসিন আসুক আর না আসুক আমেরিকা সচল হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
এআই//