ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে আজ শহীদ মিনার উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১০:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

ভাষা শহীদের স্মরণে ভিন দেশের মাটিতে শহীদ মিনারের আকাঙ্ক্ষা ছিল বহুদিনের। তবে মার্কিন মুলুকের নিয়মের বেড়াজালে কিছুতেই যেনো কিছু হচ্ছিল না। অবশেষে বাংলা ভাষার সমৃদ্ধ ইতিহাস আর ত্যাগের কথা শুনে এগিয়ে আসলেন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের পেরিশ শহরের মেয়র। নির্মাণের খরচও বহন করলো পেরিশ নগর কর্তৃপক্ষ। আজ ১৯ ফেব্রুয়ারি শহীদ মিনারটি উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

অমর একুশে ফেব্রুয়ারির ভাষা সংগ্রামের স্মৃতির বেদী- শহীদ মিনার। ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা-স্মরণ আর বিশ্বের সকল মাতৃভাষা সুরক্ষার প্রত্যয়ের স্মারক এই শহীদ মিনার। 

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস থেকে সত্তুর কিলোমিটার দূরের শহর পেরিশ। শান্ত-সুনিবিড় এই শহরের কিছু আবেগী বাঙালির দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল একটি শহীদ মিনার তৈরির। কাঠখড় পুড়িয়ে তাদের সে স্বপ্ন পূরণ হলো। 

পেরিশ নগরভবনের সামনে শহীদ মিনারটি নির্মাণে খরচ হয় ১ লাখ ৮৭ হাজার ডলার। যার পুরোটাই বহন করেছে নগর কর্তৃপক্ষ। 

১৯ ফেব্রুয়ারি ঘটা করেই শহীদ মিনারটি উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।  একুশে ফেব্রুয়ারি এই মিনারে ভাষা শহীদের শ্রদ্ধা জানাবেন বিভিন্ন ভাষাভাষি মানুষ।

একইদিনে পেরিশ নগরভবন লাইব্রেরিতে চালু হচ্ছে বাংলাদেশ কর্নার। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি