ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ৫ এপ্রিল ২০২০

গত ২৪ ঘণ্টায় আবারও আক্রান্ত ও প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড গড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে করে সংক্রমণের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। প্রাণহানি বেড়ে সাড়ে ৮ হাজারের কাছাকাছি।  

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ালল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে যুক্তরাষ্ট্রে প্রায় ৩৪ হাজার মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বোচ্চ আক্রান্তের দেশটিতে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৩৫৭। অপরদিকে, এ সময়ে ১ হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৫২ জনে। 

যার সবচেয়ে বড় ভুক্তভোগী নিউইয়র্ক রাজ্য। গত একদিনে সেখানে ৫শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এতে করে শুধু এই রাজ্যেই মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে গোটা দেশের প্রায় ৪৫ শতাংশ রোগীই এ অঙ্গরাজ্যের। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৭৫ জনে। 

এরপর নিউ জার্সিতে আক্রান্ত ৩৪ হাজারের বেশি। মারা গেছেন ৮৪৬ জন। দেশটিতে সংকটাবস্থা পার করছে প্রবাসীরাও। করোনায় দেশটিতে এখন পর্যন্ত ৬৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। যাদের অধিকাংশেই নিউ ইয়র্কে থাকতেন। 

মারা গেছেন আরও হাজারের বেশি নাগরিক। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৪০২ জনে।  

যার সবচেয়ে বড় ভুক্তভোগী নিউ ইয়র্ক রাজ্য। গত একদিনে সেখানে ৫শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এতে করে শুধু এই রাজ্যেই মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে গোটা দেশের প্রায় ৪৫ শতাংশ রোগীই এ অঙ্গরাজ্যের। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১৪ হাজার ৭৭৫ জনে। 

এরপর নিউ জার্সিতে আক্রান্ত প্রায় ৩৪ হাজার ১২৪। মারা গেছেন ৮৪৬ জন। দেশটিতে সংকটাবস্থা পার করছে প্রবাসীরাও। করোনায় দেশটিতে এখন পর্যন্ত ৬৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। যাদের অধিকাংশেই নিউ ইয়র্কে থাকতেন।  

শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরবসহ বিভিন্ন দেশে এখন পর্যন্ত শতকের বেশি বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাজ্যে। সেখানে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। 

চলমান অবস্থা আরও ভয়ংকর হতে পারে বলে ধারণা করছে দেশটির স্বাস্থ্য বিজ্ঞানীরা। তাদের সঙ্গে সহমত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তাই, মৃতদের সরাতে এবার লাশবাহী ব্যাগ সংগ্রহ করার কথা জানিয়েছে পেন্টাগন। 

দেশটির ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) সরকারকে জানিয়েছে, করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ফলে মৃতের সংখ্যা সামাল দেয়া মুশকিল হতে পারে। তাই এসব ব্যাগ সরবরাহ করছে স্বাস্থ্য বিভাগ। তবে এগুলো বিতরণের দায়িত্ব পেয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক পরার পরামর্শ দিলেও নিজে পরবেন না বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার (৩ এপ্রিল) হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি মাস্ক পরা নিয়ে কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘মাস্ক পরলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক নয়। আপনি চাইলে পরতে পারেন। আমি ঠিক করেছি পরব না।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে আজ রোববার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লাখ ১ হাজার ৯৬৪ জনে দাঁড়িয়েছে। আর প্রাণহানি ঘটেছে ৬৪ হাজার ৭২৭ জনের। যদিও বিশ্বের দুইশর বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাসটিতে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৮ জন। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি