ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২ নভেম্বর ২০১৭

সন্ত্রাসী হামলার একদিন পর আবারও রক্তাক্ত হলো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার রাতে কলারোডার ডেনভারে একটি সুপারস্টোরে গুলিতে অন্তত দুজন নিহত ও এক নারী আহত হয়েছেন। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা কি-না এ ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি মার্কিন গোয়েন্দারা। খবর-সিএনএনের।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে ডেনভারের ওই সুপারস্টোরটিতে মূল্যছাড়ে পণ্য বিক্রি চলছিল। এই সময় হঠাৎ গুলাগুলি শুরু হলে দুজন নিহত হন । আহত হন আরো একজন। ঘটনার ৯০ মিনিট পর পুলিশ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। থ্রনটন পুলিশ বিভাগের এক ঊর্ধতন কর্মকর্তা ভিক্টর এভিলা বলেন, আমরা কয়েকটি বিষয়ে সামনে রেখে এগোচ্ছি। কি ঘটেছিল তা আমরা খোঁজে বের করার চেষ্টা করছি। এদিকে ঘটনাস্থলের আশপাশ থেকে লোকজনদের সরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটন শহরে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৮জন নিহত ও ১১ জন আহত হন। হামলাকারীর কাছ থেকে আইএসের একটি চিরকুট উদ্ধার করা হয়েছে । এরপরই নড়েচড়ে বসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

এমজে / এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি