ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে বন্ধুকধারীর গুলিতে নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১৫ নভেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন।  স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় টেহামা শহরের কয়েকটি জায়গায় হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।হামলাকারীর কবল থেকে বাঁচতে পারেনি একটি স্কুলের শিক্ষার্থীরাও।

হামলায় আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই স্কুল শিক্ষার্থী ও বেশ কয়েকটি শিশু রয়েছে বলে জানা গেছে।

টেহামা অঞ্চলের পুলিশ কর্মকর্তা ফিল জনস্টোন এনবিসি নিউজকে জানান, টেহামা শহরের কয়েকটি এলাকায় গুলি চালায় ওই হামলাকারী।খবর পেয়ে পুলিশ, তাকে ধাওয়া করে । এতে পুলিশকে লক্ষ করে গুলি চালায় সে। পুলিশ পাল্টা গুলি চালালে দুর্বৃত্তকারী নিহত হন। এসময় তার কাছ থেকে ৩টি বন্ধুক উদ্ধার করা হয়।

হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। তবে ঘটনা তদন্তে আইন-শৃঙ্খলা বাহিনীর ১০০ সদস্যদের কয়েকটি টিম মাঠে নেমেছে।

সূত্র : বিবিসি।

এমজে/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি