ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ২৪ হাজার ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ২৫ জুন ২০২০

কিছুতেই যেন যুক্তরাষ্ট্রকে ছাড়ছে প্রাণঘাতি করোনা। প্রতিদিনই রেকর্ড সংক্রমণে বাড়ছে প্রাণহানি, দীর্ঘ হয়েই চলেছে স্বজন হারাদের মিছিল। যার শিকার প্রায় পৌনে ২৫ লাখ মানুষ, এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ২৪ হাজারের বেশি আমেরিকান। যদিও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ৩৮ হাজার ৩৮৬ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ লাখ ৬২ হাজার ৫৫৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৮১৬ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ২৪ হাজার ২৮১ জনের মৃত্যু হলো করোনায়। 

এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে। যেখানে ৩১ হাজার ৩৪৬ জন মানুষের মৃত্যু হয়েছে। তবে, বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি। 

সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ১ লাখ ৯৫ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৭২৯ জনের। 

সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে নিউ জার্সিতে। তারপরও প্রতিদিনই কম করে হলেও ঘটছে আক্রান্ত ও প্রাণহানির ঘটনা। ইতিমধ্যেই সেখানে ১ লাখ প্রায় ৭৩ হাজার ছাড়িয়েছে করোনাক্রান্তের সংখ্যা। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৩ হাজার ১২৯ জনের।

ইলিনয়সে ১ লাখ প্রায় ৩৮ হাজার ৫৪০ জন মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৬ হাজার ৭৭০ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণ ভয়ানক রূপে বাড়ছে টেক্সাসে। এখন পর্যন্ত এ শহরে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার পেরিয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ২৯৩ জনের। 

ফ্লোরিডায় আক্রান্ত ১ লাখ সাড়ে ৯ হাজার পেরিয়েছে। ইতিমধ্যে সেখানে ৩ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। 
 
ম্যাসাসুয়েটসসে সংক্রমণ ১ লাখ সাড়ে ৭ হাজারের বেশি। যেখানে ৭ হাজার ৯৩৮ জন প্রাণ হারিয়েছেন। 

পেনসিলভেনিয়ায় প্রায় ৮৮ হাজার মানুষ করোনার শিকার। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ৬ হাজার ৫৮৪ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে আগামী কয়েকদিনে মহামারি রূপ নেয়া করোনা আরও ভয়াবহ আকার ধারণ করবে জানিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি। 

সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘বর্তমানে কিছু অঙ্গরাজ্যে করোনা ভাইরাসের বিরক্তিকর উত্থান দেখছে জাতি। তবে সামনের দিনগুলোতে এ সংক্রমণ আরও ভয়াবহ রূপ ধারণ করবে।’ 

অবশ্য, বাস্তব অবস্থাও তাই বলছে। এতে করে দেশটি ভয়াবহ সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে নতুন করে সংক্রমণ বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণ জনগোষ্ঠী, যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি