ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল র‌্যালিতে গুলি, নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ২৯ মে ২০২৩

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে মোটরসাইকেলের এক র‌্যালিতে গুলি চালিয়ে বন্দুকধারীরা। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

রেড রিভার শহরে এ ঘটনা ঘটে। 

শহরটির মেয়র জানান, এ ঘটনায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো একটি অপরাধী চক্র এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

৪১তম মেমোরিয়াল ডে উপলক্ষে ওই মোটরসাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ২৮ হাজার মোটরসাইকেল অংশ নেয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি