যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুকধারীর গুলিতে ৩ নারী নিহত, আহত ২
প্রকাশিত : ১৬:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৮, ২৮ মার্চ ২০১৭
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে তিন নারী নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। পুলিশের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস জানান, হামলাকারী ধূসর রঙের পোশাক পরেছিলো। পুলিশ আসার আগেই বন্দুকধারী সরে পড়ে। অভিযুক্তকে ধরতে শপিং মলের প্রতিটি দোকানে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলেও জানান ফ্রান্সিস। গত সপ্তাহে মিনেসোটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে এক ব্যক্তির ছুরিকাঘাতে নয়জন আহত হয়। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।
আরও পড়ুন