ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রে সম্মাননা প্রাপ্ত শারমিনের এসএসসিতে ভাল ফলাফল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ৬ মে ২০১৭ | আপডেট: ১৬:৪৮, ৬ মে ২০১৭

নিজের বাল্যবিয়ে  ঠেকিয়ে সাহসী নারী হিসেবে যুক্তরাষ্ট্রে সম্মাননা প্রাপ্ত অদম্য তরুণী শারমিন আকতার এবার এসএসসিতেও ভাল ফলাফলও করেছেন। এত নির্যাতনের মুখেও এ গ্রেডে পাস করায় শিক্ষক শিক্ষিকা তাকে নিয়ে গর্বিত। হতে চান আইনজীবী। পাশে দাড়াতে চায় অসহায় নারীদের।

আন্তর্জাতিক পুরস্কার জয় করার পর এবার এসএসসিকেও জয় করলো শারমিন। ঝালকাঠি রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় এ গ্রেডে উত্তির্ণ হয়েছে সে।  

শারিমন জানায়, অনেক চড়াই উৎড়াই পেরিয়ে এ ফলাফলেই সে সন্তুষ্ট। আরও পড়শোনা করে ভবিষ্যতে একজন আইনজীবী হবার স্বপ্ন তার।

জীবন সংগ্রামী মেয়েটিকে নিয়ে গর্ব করেন স্কুলের শিক্ষকরা।

২০১৫ সালে নবম শ্রেণীতে পড়ার সময় শারমিনের মা জোর করে তাকে বিয়ে দেয়ার উদ্যোগ নেয়। পরে এক বন্ধুর সহযোগিতায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

এনিয়ে দেশি- বিদেশি গণমাধ্যমে খবর প্রচারের পর অসীম সাহসিকতার স্বীকৃতি হিসেবে ওয়াশিংটনে শারমিনকে সম্মাননা দেন মার্কিন ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্প।

https://youtu.be/PQrJz4YX5iE


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি