ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে সাংবাদিক আজিম উদ্দিন অভিকে সম্মাননা প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য চার্চ-মাকডোনাল্ড বাংলাদেশী বিজিনেস এসোসিয়েশন ইনক’র পক্ষ থেকে সাংবাদিক আজিম উদ্দিন অভিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) এইসম্মাননা ক্রেস্টটি প্রদান করেন নিউওয়ার্ক ব্রুকলিন  কিংস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জেলস। 

এই সময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মইন চৌধুরী, সিডিপেপ হোমকিয়ার সত্তাধিকারী চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ইনক’র সভাপতি আব্দুর রব চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মেলা কনভেনার মামুনুর রশিদ ও মেলার মেম্বার সেক্রেটারি মাইনুল আলম বাপ্পিসহ বিজনেস এসোসিয়েশনের সদস্যরা। 

১৬ সেপ্টেম্বর ব্রুকলিনে ১৪তম সর্ববৃহৎ পথমেলা অনুষ্ঠিত হয়। এ পথমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এ্যাডামস, কাউন্সিলর ম্যান শাহানা হানিফ। নিউইয়র্ক ব্রুকলিনের সর্ববৃহৎ পথমেলা এটি। এই মেলাতে প্রায় ২০ হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন।

এ মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সাংবাদিকতার ক্ষেত্রে শুধুমাত্র যমুনা টিভির  যুক্তরাষ্ট্র আজিম উদ্দিন অভিকে এই সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি যখন খুবই ভয়াবহ অবস্থায়, মানুষ বাসা থেকে বের হতে পারেনি, মানুষ মানুষকে দেখতে যাওয়ার কোন সুযোগ ছিল না, এমন কঠিন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করেছেন, করোনায় আক্রান্ত ও  মৃত্যুর খবর যমুনা টিভির মাধ্যমে দেশের মানুষকে জানিয়েছেন সাংবাদিক অভি। প্রবাসীদের বিভিন্ন সুখ দুঃখ, হাসি কান্না বিভিন্ন পর্যায়ে নিউজ সংগ্রহে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন তার ধারাবাহিকতায় আজিম উদ্দিন অভিকে এ সম্মাননা দেওয়া হয়।

আজিম উদ্দিন অভি প্রায় ১৪ বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাস করেন। এর আগেও তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। গণমাধ্যমে কাজ করার সুবাদে ভালো কাজের জন্য আরও পুরস্কার পেয়েছেন। 

আজিম উদ্দিন অভির জন্ম চট্টগ্রাম জেলা সন্দ্বীপ থানা বাউরিয়া গ্রামে। তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি