ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে ২ লাখ ৮৭ হাজার কর্মসংস্থান তৈরি

প্রকাশিত : ২০:২৪, ৯ জুলাই ২০১৬ | আপডেট: ২০:২৪, ৯ জুলাই ২০১৬

বেকারত্বের হার বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রে বিভিন্ন খাতে ২ লাখ ৮৭ হাজার কর্মসংস্থান তৈরি করেছে মার্কিন কর্তৃপক্ষ। দেশটির শ্রম বিভাগ এ তথ্য প্রকাশ করে। গেলো মে মাসে নতুন ১১ হাজার কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছিলো দেশটি। মে মাসে দেশটির বেকারত্বের হার ছিলো ৪ দশমিক ৭ শতাংশ। জুন মাসে এ হার বেড়ে ৪ দশমিক ৯ শতাংশে এসে দাঁড়ায়। বেকারত্বের হার বাড়তে থাকায় সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা। এতে করে মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মত তাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি