যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ চীনের
প্রকাশিত : ১৫:৩০, ৫ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির জবাবে চীন দেশটির সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আগামী ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।
এছাড়া চীন মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ১৬টি নতুন মার্কিন কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে। একই সঙ্গে, চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) মামলা দায়ের করেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এদিকে, গত বুধবার ট্রাম্প প্রশাসন ১৮৫টি দেশ ও অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর প্রভাবে বিশ্বের শেয়ারবাজারে অস্থিরতা দেখা দেয়, যেখানে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট ইতিহাসে সর্বোচ্চ দরপতন লক্ষ্য করা গেছে।
বিশ্বব্যাপী এই বাণিজ্য যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন দেশ কূটনৈতিক চাপের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে।
আরও পড়ুন