ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের

আকাশ উজ্জামান

প্রকাশিত : ০৯:০৭, ২২ মে ২০২৪ | আপডেট: ০৯:০৯, ২২ মে ২০২৪

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ভেন্যুতে বিশ্বকাপের আগে লজ্জার হার বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরেছে নাজমুল শান্তর দল। তাওহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের করা ১৫৩ রান ৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় ইউএসএ। 

প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়েই ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র। টেস্টখেলুড়ে কোনো দলের বিপক্ষে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জয়।

যুক্তরাষ্ট্রের মন্থর উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেট জুটিতে ৩৪ রান তুলেছিল বাংলাদেশ। তবে এই ৩৪ রানেই মাথায়-ই আউট হয়েছেন দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার।

অধিনায়ক নাজমুল শান্ত এবারও ফ্লপ, করেছেন মাত্র ৩। ৬ রান করে সাকিব হয়েছেন রান আউট। তবে উইকেটে দাঁড়িয়ে যান তৌহীদ হৃদয় ও মাহামুদউল্লাহ। গড়েন ৬৭ রানের জুটি। 

হৃদয়ের ৫৮ ও মাহামুদুল্লাহর ৩১ রানে ভর করে দেড়শ’ ছড়ানো স্কোর পায় বাংলাদেশ।

মাঝারিমানের টার্গেট দিয়ে পওয়ার-প্লেতে যুক্তরাষ্ট্রের একটি উইকেট তুলে নেয় টাইগাররা। তবে বাংলাদেশী বোলারদের দ্বিতীয় উইকেট পেতে অপেক্ষা করতে হয়েছিল নবম ওভার পর্যন্ত।

১২ থেকে ১৫ এই তিন ওভারে সাকিব-মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ ছিল বাংলাদেশের পক্ষেই। যুক্তরাষ্ট্রের স্কোর তখনও ৫ উইকেটে ৯৪।

অভিজ্ঞ কোরি অ্যান্ডারসন ও হারমিত সিংয়ের জুটির শুরু তখন থেকে। মুস্তাফিজ ও শরিফুল একের পর এক বাউন্ডারি খেলেও সাকিব আল হাসানকে বোলিংয়েই আনেননি শান্ত। শেষ ওভারে বোলিংয়ে আসেন মাহামুদউল্লাহ। জয়ের জন্য যে ৯ রান দরকার ছিল তা তিন বল হতে রেখেই নিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি