ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের টিভি অভিনেতা মেহনি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:১৮, ৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা জন মেহনি আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে গত ৬ ফেব্রুয়ারি তিনি হাসাপাতালে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর বয়স।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিয়াল সিটকমে ফ্রেইজার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন মেহনি। তাকে অনেকেই ফ্রেইজার নামে ডাকতেন। জীবদ্দশায় তিনি সিটকমের ১১টি সিরিজেই অভিনয় করেছেন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার গোল্ডেন গ্লোবসের জন্যও মনোনীত হয়েছিলেন।

শিকাগোর স্টিফেনওলফ থিয়েটার কোম্পানি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ওই থিয়েটারের সঙ্গে মেহনি ৩৯ বছর ধরে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। মেহনি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও ১৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রের একটি কলেজে অধ্যাপনার জন্য তিনি দেশটিতে পাড়ি জমিয়েছিলেন। তবে শেষে শিক্ষকতা ছেড়ে যোগ দেন অভিনয়ে। সেখানেও সফল গুণী এই ব্যক্তি।

সূত্র: এএফপি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি