যুক্তরাষ্ট্রের টেনেসিতে বিমান বিধ্বস্ত, নিহত ৫
প্রকাশিত : ২১:০৪, ৫ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের একটি মহাসড়কের পাশে এক-ইঞ্জিনের ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এ তথ্য জানিয়েছে।
ন্যাশভিলের পুলিশ বিভাগ মঙ্গলবার জানিয়েছে, বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন, তাদের সবার মৃত্যু হয়েছে।
ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারনের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে,ন্যাশভিলের জন সি টিউন বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।
বিমানটি পড়ে যাওয়ার পর একটি বিস্ফোরণ ঘটে তাতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ন্যাশভিলের দমকল বিভাগ।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফডিএ) এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড এ দুর্ঘটনার তদন্ত করবে বলেও মুখপাত্র জানিয়েছেন।
কেআই//
আরও পড়ুন