ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৪ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের আসন্ন জাতীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ নেতা। মঙ্গলবার (৫ নভেম্বর) শুরু হবে এ নির্বাচন। বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থীর মধ্যে পাঁচজন এরই মধ্যে নির্বাচিত প্রতিনিধি এবং তারা পুনরায় নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন। এই প্রার্থীরা বাংলাদেশি-আমেরিকান সমাজে বেশ উল্লেখযোগ্য অবদান রাখছেন।

জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান এই প্রার্থীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। জর্জিয়ার সিনেট ডিস্ট্রিক্ট ৫ থেকে শেখ রহমান পুনরায় নির্বাচনে লড়ছেন। একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট ৭ থেকে নাবিলা ইসলামও পুনরায় নির্বাচনে লড়ছেন। কানেকটিকাটে সিনেট ডিস্ট্রিক্ট ৪ থেকে মাসুদুর রহমান এবং ভার্জিনিয়ায় স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩৭ থেকে সেলিম সাদ্দামও পুনরায় নির্বাচনে দাঁড়িয়েছেন। তারা সবাই ডেমোক্র্যাট দলের প্রার্থী।

অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারের রকিংহ্যাম ডিস্ট্রিক্ট ২০ থেকে স্টেট হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে পুনরায় নির্বাচনে লড়ছেন আবুল বাশার খান, যিনি একজন রিপাবলিকান প্রার্থী। নিউজার্সির প্লেইন্স বরো টাউনশিপ থেকে কাউন্সিলম্যান হিসেবে পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন ড. নুরুন নবী।

তিনি ২০০৭ সাল থেকে এই পদে রয়েছেন এবং এবার নির্বাচিত হলে এটি হবে তার পঞ্চম মেয়াদ। তিনি ডেমোক্র্যাট প্রার্থী এবং বর্তমানে কালচারাল ও হেরিটেজবিষয়ক দায়িত্বে রয়েছেন। এ ছাড়া পেনসিলভেনিয়া, মিশিগান ও নিউজার্সির মতো বিভিন্ন স্টেটে কাউন্টি এবং অন্যান্য পর্যায়ে আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বাস করছেন।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি