ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের পক্ষে পাকিস্তান আর যুদ্ধ করবে না: আসিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১১ মার্চ ২০১৮

যুক্তরাষ্ট্রের হয়ে পাকিস্তান আর কখনও যুদ্ধ করবে না বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। দেশটির জাতীয় পরিষদে গত শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেন, আফগানিস্তানসহ কয়েকটি মুসলিম দেশ প্রায়ই আশা করে পাকিস্তান তাদের সীমানার ভেতরে গিয়ে তাদের হয়ে যুদ্ধ করুক। যাই হোক, পাকিস্তান কখনও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো যুদ্ধে আর জড়াবে না।

এ সময় মুসলিম দেশগুলোর মধ্যকার অনৈক্য ও নানা প্রকার সমস্যার কথা তুলে ধরেন খাজা আসিফ। তিনি বলেন, মুসলিম দেশগুলো যদি শত্রুদের সহায়তা না করে তবে কোন শত্রু দেশই মুসলমানদের ক্ষতি করতে পারবে না।

তথ্যসূত্র: ডন।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি