ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ০৯:৫১, ১০ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫১, ১০ নভেম্বর ২০১৬

trumpরিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর পরই রাস্তায় নেমে পড়ে ট্রাম্পবিরোধীরা। বুধবার সকাল থেকে বিক্ষোভ আরো তীব্র রূপ নিয়ে কমপক্ষে ৭টি রাজ্যে ছড়িয়ে পড়ে। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ট্রাম্পবিরোধীরা।  নিউইয়র্কের ম্যানহাটনসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে ‘নো ট্রাম্প’ শ্লোগান দিতে থাকে। এছাড়া ক্যালিফোর্নিয়া, শিকাগো অকল্যান্ড, ওরিগন, সিয়াটল, পোর্টল্যান্ডসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ করেছে ট্রাম্পবিরোধীরা। এসময় তারা আগুন দেয়াসহ ভাংচুরও চালায়। ওরিগন, লস এঞ্জেলস ও সান ডিয়েগোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। ক্যারিফোর্নিয়ায় স্বাধীনতার দাবি উচ্চারিত হতে থাকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি