ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ১৪ আগস্ট ২০২৩

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঙ্গরাজ্য হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। 

মাওয়াই কাউন্টি কর্তৃপক্ষ মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। এখনও নিখোঁজ রয়েছেন হাজারের বেশি মানুষ। পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও গাছপালা। 

দাবানল এখন অনেকাংশে নিয়ন্ত্রণে থাকলেও ঐতিহাসিক শহর লাহাইনার আশপাশসহ দ্বীপের আরও কিছু অংশে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলার কাজ অব্যাহত রয়েছে। 

দাবানলে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

মাউই দ্বীপের পশ্চিমাংশে এখনও বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ। সেখানে অনুসন্ধানী দলগুলো এখনও দাবানলের শিকারদের খুঁজছে। 

বেঁচে যাওয়া ও বাস্তুচ্যুত লোকদের জন্য ছয়টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কর্মকর্তারা বলছেন, পর্যটকদের হোটেল ও ভাড়া বাড়িতে দুর্গত লোকদের রাখার জন্য তারা একটি পরিকল্পনা করছেন।

হাওয়াইয়ের এই দ্বীপটিতে আমেরিকার অনেক ধনী ব্যক্তি বাস করেন, যার মধ্যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও আছেন। তিনি ও তার সঙ্গিনী লরেন সানচেজ ইতোমধ্যে দাবানলের শিকারদের জন্য ১০ কোটি ডলার দেবার কথা ঘোষণা করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি