ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গ নয় : ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ২৭ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৩১, ২৭ জুলাই ২০১৭

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের কাউকে আর নিয়োগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন।

`দ্য ইন্ডিপেন্ডেন্ট র‌্যান্ড করপোরেশন` এর এক হিসাবে বলা হয়েছে, মার্কিন বাহিনীতে ১২ লাখ সক্রিয় সদস্যের মধ্যে ২ হাজার ৪৫০ জন তৃতীয় লিঙ্গের লোক আছে।

ট্রাম্পের এ পদক্ষেপে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতি উল্টে যাচ্ছে। গত বছর সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত করার নীতি নিয়েছিল ওবামা প্রশাসন।

এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, এ বিষয় নিয়ে তিনি সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন। এ নীতির কারণে `ডাক্তারি খরচ ও কাজে বিঘ্নও` ঘটছে।

তিনি বলেন, আমাদের সামরিক বাহিনীর চূড়ান্ত লক্ষ্য থাকতে হবে যুদ্ধ জয়ের দিকে। সেদিকে দৃষ্টি রেখেই তাদের এগিয়ে যেতে হবে।

কয়েকজন রিপাবলিকানও সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের কাজ করার বিরোধিতা করেছেন। সূত্র: বিবিসি।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি