ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদের বাবার ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ২২ সেপ্টেম্বর ২০১৮

যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদের বাবা মোস্তাফিজুর রহমান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শনিবার চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন থেকে তিনি কিডনি ও হৃদরোগ ভুগছিলেন। আগামীকাল রোববার বাদ জোহর সন্দ্বীপে পৈত্রিক বাড়িতে তাঁকে দাফন করা হবে।

গত ১৭ সেপ্টেম্বর নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ওইদিনই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
তাঁর মৃত্যুতে শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এবং চিটাগং জার্নালষ্টি ফোরাম। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এসব সংগঠনের নেতারা।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান ১৯৪৩ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের সম্ভ্রান্ত ভুইয়া পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে তিনি শিক্ষক হিসাবে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি শুরু করেন। ১৯৭০ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান।

দীর্ঘদিন শিক্ষকতা শেষে ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর নেন। ২০০২ সালে তিনি পবিত্র হজ পালন করেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মিজানুর রহমান উত্তর সন্দ্বীপ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে মোস্তাফিজুর রহমান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। এ পর্যন্ত তিনি দুটি বই লিখেছেন। এগুলো হল- আমার হজ আমার উমরাহ এবং ভ্রমন কাহিনী আমেরিকার পথে পথে।

কেআই/ এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি