ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ২২ আগস্ট ২০২৩

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আর নেই। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

যুগান্তরের সম্পাদক সাইফুল আলম মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে সারাবাংলাকে বলেন, আনুমানিক ৪টার দিকে তার হ্যার্ট অ্যাটাক হয়। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবিবুর রহমানের স্ত্রী ফারজানা মাহমুদ সনি জানান, বিকাল ৪টার দিকে অসুস্থ বোধ করেন হাবিবুর রহমান। এ সময় হঠাৎ বমি শুরু করেন। পরে দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তিনি আর নেই।

হাবিবুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পড়ালেখা শেষ করে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি রাজনৈতিক বিটের রিপোর্টার ছিলেন।

হাবিবুর রহমান খান জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য।

হাবিবুর রহমান খান মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি