যুদ্ধ-সংঘাত: বিশ্বে এখন বহুমেরুকরণ ব্যবস্থা স্পষ্ট
প্রকাশিত : ১৯:২২, ১৭ মে ২০২৪ | আপডেট: ১৯:২২, ১৭ মে ২০২৪
বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধ-সংঘাত। ইউক্রেনের পর ইসরায়েল-হামাস যুদ্ধে এখন সুপার পাওয়ারগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট। সরাসরি একে অন্যের সঙ্গে যুদ্ধে না জড়ালেও তাদের মদদ, অর্থ ও অস্ত্র সহায়তায় বিভিন্ন দেশে চলছে সংঘাত।
বিভিন্ন সংস্থার তথ্য মতে, ২৩৪টি দেশের মধ্যে ১৬৮টি দেশে কোনো না কোনো যুদ্ধ বা সংঘাত চলছে। দুই বছরে ৪০ শতাংশ বেড়েছে যুদ্ধ-সংঘাত।
বিশ্লেষকদের কেউ কেউ আবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করলেও অনেকে বলছেন, বিশ্বযুদ্ধ না হলেও বাড়বে সংঘাত, যা চলবে দীর্ঘ মেয়াদে।
ধ্বংস, মৃত্যু, আর্তনাদ। যুদ্ধ-সহিংসতার নতুন যুগে পৃথিবী। ইউরোপ-আফ্রিকা-মধ্যপ্রাচ্য-এশিয়া বিশ্বের প্রায় সব অঞ্চলেই বাজছে যুদ্ধ-সংঘাতের দামামা।
বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিশ্ব। শতাব্দির সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটছে এখন ফিলিস্তিনের গাজায়। ইসরায়েলি আগ্রাসনে ৭ মাসে ৩৫ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। গাজা যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ফিলিস্তিনিদের পক্ষে- লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথিরা, সিরিয়া, ইরাক ও ইরান অবস্থান নিয়েছে। ইসরায়েলের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা।
অস্ত্র নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক আইন অমান্যের পাশাপাশি নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করে হামলা-ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে পশ্চিমারা।
ইউরোপে সংকটের শুরু ২০২২ সালের ফেব্রুয়ারিতে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ ঠেকাতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দুবছর ধরে এ যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত দেশগুলো। রাশিয়ার সঙ্গে রয়েছে উত্তর কোরিয়া, ইরান, চীন। দু’পক্ষেই বাড়ছে পারমাণবিক অস্ত্র প্রয়োগের ঝুঁকি।
সংঘাত চলছে আফ্রিকায়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, আফ্রিকায় অন্তত ৩৫টি সংঘাত চলছে।
এছাড়া কোরীয় উপদ্বীপ, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিপরীতে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
বিভিন্ন সংস্থার তথ্য মতে, বিশ্বে এখন প্রতি ৬ জন মানুষের মধ্যে অন্তত একজন যুদ্ধ-সংঘাতের মধ্যে বসবাস করছে। এক বছরে ৭৯টি দেশে বেড়েছে সংঘাতের মাত্রা। ভূরাজনৈতিক প্রতিযোগিতার জেরে নিজ সীমান্তের বাইরে এখন সংঘাতে যুক্ত ৯০টি দেশ। এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠে।
ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতি সংঘাত দীর্ঘ করছে বলে মনে করেন অনেকে।
বিশ্লেষকদের মতে, দ্বিতীয় বিশ্ব যুদ্ধ পরবর্তী মার্কিন নেতৃতাধীন একমেরুকরণ বিশ্ব ব্যবস্থায় ফাটল ধরেছে। বিশ্বে এখন বহুমেরুকরণ ব্যবস্থা স্পষ্ট। যুদ্ধ-সংঘাত বন্ধে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সংস্কার জরুরি বলে মত তাদের।
এএইচ