ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার ইঙ্গিত নেতানিয়াহুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ১৭ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গাজায় ভুল করে নিজেদের তিন নাগরিককে হত্যার পর এবার চাপের মুখে জিম্মিদের উদ্ধারে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

সংবাদ সম্মেলনে চাপে থাকার কথা স্বীকার করে নেতানিয়াহু বলেন, এরইমধ্যে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী দলকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তবে গাজা থেকে হামাস নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন তিনি। 

এদিকে হামাস বলছে, গাজায় ইসরায়েলী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মিদের মুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না। 

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য এরইমধ্যে ইউরোপে মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ প্রধান। 

এদিকে, যৌথ বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। 

গত দুই মাসে গাজায় ইসরায়েলী হামলায় নিহত হয়েছে ১৯ হাজারের বেশি ফিলিস্তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি