ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান ব্লিংকেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ৬ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন ইসরাইলের সাথে ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ পরিকল্পনা মেনে নিতে ফিলিস্তিনী সংগঠন হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন।

ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের প্রেক্ষিতে মঙ্গলবার ব্লিংকেন এ আহ্বান জানান।

আলোচনার মধ্যস্থতাকারীরা গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালিয়ে নিতে তৃতীয় দিনের মতো কায়রোতে বসেন। যুক্তরাষ্ট্র ও হামাস প্রতিনিধিরা মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের সাথে বসে পবিত্র রমজান মাসের আগেই জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের জন্যে চেষ্টা অব্যাহত রেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র একজন কর্মকর্তার বরাতে মিসরের আল কাহেরা নিউজ বলেছে, আলোচনা কঠিন, তবে চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, আল কাহেরা নিউজের সাথে দেশটির গোয়েন্দা সার্ভিসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

আলোচনায় হামাসের কাছে আটক ইসরাইলী জিম্মি মুক্তির বিনিময়ে তেল আবিবের কারাগারে বন্দী ফিলিস্তিনীদের ছেড়ে দেয়া এবং গাজায় মানবিক সহায়তা জোরদারসহ ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বিষয় রয়েছে।

এ প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন হামাসের প্রতি যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতিসহ জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার একটি সুযোগ আমরা পেয়েছি যাতে মানবিক সহায়তা সরবরাহ নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে এবং সমস্যার স্থায়ী সমাধানে শর্ত দেয়া যেতে পারে।

তিনি আরও বলেছেন, হামাস যুদ্ধবিরতিতে অংশ নিতে প্রস্তুত কিনা সে সিদ্ধান্ত তাদের।

এদিকে, গাজার মানবিক পরিস্থিতি দিন দিনই ভয়াবহ হয়ে উঠছে। সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে সতর্ক করেছে জাতিসংঘ।
এ অবস্থাতেই গাজায় যুদ্ধ আরও জোরদার হয়েছে। হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর খান ইউনুসের কাছে হামাদে ইউরোপীয় হাসপাতালের নিকটে ইসরাইল একের পর এক বিমান হামলা চালিয়েছে।

খান ইউনুসের বাসিন্দারা জানিয়েছেন, তারা রাস্তায় পচা লাশসহ বাড়িঘর ও দোকানপাট ধ্বংস হয়ে পড়ে থাকতে দেখেছেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরাইল গাজায় পাল্টা হামলা শুরু করে। যা এখনও অব্যাহত রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি