ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুদ্ধবিরতির অগ্রগতি নেই, গাজায় নিহত ১৭ হাজার ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ৮ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গাজায় সহসাই যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে, মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি জানান, আরেকটি মানবিক যুদ্ধবিরতির জন্য আলোচনায় কোনো অগ্রগতি নেই।

এদিকে খান ইউনিস শহরে হামাস ও ইসরায়েলি সেনাদের লড়াই অব্যাহত রয়েছে। দক্ষিণের শহরটির আরও গভীরে প্রবেশের কথা জানিয়েছে তেল আবিব। 

পাশাপাশি জাবালিয়া শরনার্থী শিবিরসহ উত্তর ও দক্ষিণের বিভিন্ন শহরে বিমান হামলার মাত্রা বাড়ানো হয়েছে। এ অবস্থায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি দক্ষিণাঞ্চল ছেড়ে সীমান্তবর্তী রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন। 

এদিকে গাজা সিটিতে খাবার, বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে মানবেতর জীবন পার করছেন বাসিন্দারা। আশ্রয় শিবিরগুলোতে জায়গা না থাকায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজারো মানুষ। 

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৭ হাজার-ই শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৪৬ হাজার ফিলিস্তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি