ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ১১ জনকে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:২৯, ২৭ জানুয়ারি ২০১৮

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৩ টি পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও সংখ্যা

সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ৪ জন

শিক্ষাগত যোগ্যতা

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপি বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপত্র থাকতে হবে।

বেতন

১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম ও সংখ্যা

ক্যাশিয়ার ১ জন

শিক্ষাগত যোগ্যতা

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বেতন

১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম ও সংখ্যা

অফিস সহায়ক ৬ জন

শিক্ষাগত যোগ্যতা

কোন স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন

৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের নিয়ম

আবেদনকারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল ফরম অনুসারে আবেদন করতে হবে। যুগ্মসচিব (প্রশাসন) ও সভাপতি, বিভাগীয় নির্বাচন/বাছাই কমিটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, (কক্ষ নং ৫০৫, ভবন নং-০৭), বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবরে ডাকযোগে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.moysports.gov.bd দেখুন।

আবেদনের সময়সীমা

আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র: যুগান্তর, ২৭ জানুয়ারি ২০১৮, পৃ.৬

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি