ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

যুব মহিলা লীগ নেত্রীর আত্মহত্যা, স্বামীর বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ১ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে যুব মহিলা লীগের নেত্রী তানজিনা খান লাকির আত্মহত্যার অভিযোগে স্বামী সুমন মিয়ার বিরুদ্ধে মামলা করেছে পরিবার। শুক্রবার (১ নভেম্বর)সুমন মিয়াকে আসামি করে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে নিহতের বাবা এ মামলা দায়ের করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিব বলেন, ‘গতকাল বৃহস্পতিবার নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আজ শুক্রবার স্বামী সুমন মিয়াকে আসামি করে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে নিহতের বাবা থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের বোন পুতুল জানান, তার বোনের সঙ্গে কিছুদিন ধরে তার ভগ্নিপতি সুমনের পারবারিক কলহ চলছিল। তার ধারাবাহিকতায় গত বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে ভোররাতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে লাকি বলে ধারনা করছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীর আউচপাড়ার কলেজ রোড এলাকায় একটি বাড়ি থেকে নিহত তানজিনা খান লাকির মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্বজনরা। নিহতের স্বামী সুমন মিয়া ঘটনার পর থেকে পলাতক থাকায় বিষয়টি নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়। নিহত লাকি টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি