যুবদল কর্মী শাওন হত্যা: ৫ দিনের রিমান্ডে ডিবি’র সাবেক এসআই কনক
প্রকাশিত : ১৬:১৭, ৬ জানুয়ারি ২০২৫
নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহম্মেদকে গুলিতে হত্যার ঘটনায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক উপপরিদর্শক মাহফুজুর রহমান কনকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম রিমান্ডের শুনানী শেষে কনকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানীতে আসামির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
এর আগে আদালত প্রাঙ্গনে শাওন আহম্মেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে শাওনের পরিবার ও এলাকাবাসী। এসময় ডিবির সাবেক এসআই কনককে আদালত নেওয়া সময় বিক্ষুব্ধরা ধাওয়া দিয়ে হাজতখানায় গিয়ে বিক্ষোভ করেন।
পরে অতিরিক্ত পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।
গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা ডিবি’র সাবেক এসআই মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে তার বর্তমান কর্মস্থল ঢাকা এয়ারপোর্টস্থ ১৩ এপিবিএন থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন শুক্রবার বিকালে কনককে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাফিয়া শারমিনের আদালতে হাজির করে সদর মডেল থানা পুলিশ।
আদালত আজ সোমবার রিমান্ড শুনানীর দিন নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১ সেপ্টেম্বর দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ওই সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
তৎকালীন ডিবি পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনকের হাতে থাকা 'চাইনিজ রাইফেল' থেকে ছোড়া গুলি যুবদল কর্মী শাওনের শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
ওই ঘটনার ২ বছর পরে ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মোঃ মিলন বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আরও আসামি করা হয়েছে তৎকালীন ডিসি, এসপিসহ ৫২ জনকে।
এএইচ
আরও পড়ুন