যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলায় ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
প্রকাশিত : ২১:১২, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ২১:১২, ১৪ মার্চ ২০১৬
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে পলাতক ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
২০১৩ সালের ২৯ জুলাই গুলশানের বিপনী বিতান শপার্স ওয়ার্ল্ডের সামনে মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। ওই বিপণিবিতানের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে মিল্কির এক সময়ের সহযোগি যুবলীগ নেতা জাহিদ সিদ্দিকী তারেকসহ ভাড়াটে খুনিরা তাকে হত্যা করে বলে নিশ্চিত হয় পুলিশ। ওই ঘটনায় মিল্কির ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।
আরও পড়ুন