যুবলীগ নেতাকে গুলি, আ’লীগ নেতা আটক
প্রকাশিত : ১৯:৪০, ২২ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:২২, ২২ অক্টোবর ২০১৭
জয়নাল আবেদিন নামে যুবলীগের এক নেতাকে গুলি করে গুরুতর আহত করেছেন আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম। এই ঘটনার পর পুলিশ মঞ্জুরুলকে আটক করেছে।
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বাসিন্দা জয়নাল দক্ষিণ জেলা যুবলীগ নেতা। তার ভাই মো. আলমগীর আনোয়ারা থেকে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য।
মঞ্জুরুল আলম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আলোচিত পরিবহন নেতা।এক সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। যুবলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
শনিবার (২১ অক্টোবর) গভীর রাত ১২ টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। গুলির ঘটনাটিও ঘটেছে একই এলাকায়।
কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, রাতে দুজনই অফিসার্স ক্লাবে দীর্ঘক্ষণ ছিলেন। সেখানে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় । পরে মঞ্জু পিস্তল বের করে জয়নালের পায়ে গুলি করে।”
তবে কী নিয়ে জয়নালের সঙ্গে মঞ্জুর বিরোধ তৈরি হয়েছিল, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এই পুলিশ কর্মকর্তা।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এসময় মঞ্জুরুলকে আটক করে থানায় নিয়ে যায়।
আহত জয়নালকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে বলে ওসি জানান।
এম
আরও পড়ুন