ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

যুবাদের আজ সিরিজ জয়ের ম্যাচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩, ৩ নভেম্বর ২০১৮

প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় যুব ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮ রানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তৌহিদ হূদয়ের দল। আজ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডে।

এই ম্যাচেই সিরিজ নিশ্চিত করে ফেলতে পারে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে ডাম্বুলার রনগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বৃষ্টির জন্য ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে। স্বাগতিকরা ৯ উইকেট হারিয়ে করে ১৯২ রান। লঙ্কানদের মিডল অর্ডারকে কাঁপিয়ে দেওয়া শাহিন ৪ উইকেট নেন ৪৩ রানে। বাঁহাতি পেসার শরিফুল ৪৯ রানে নেন ৩ উইকেট। রান তাড়ায় খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন শামিম-আকবর। বৃষ্টির বাধায় বাংলাদেশ ইনিংসের ২০ ওভার ৪ বল পর খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা সম্ভব না হলে জিতে যায় বাংলাদেশ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি