ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে কারণে আইপিএলে দল পেল না মোস্তাফিজুর ও রিশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ২৫ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আইপিএল ২০২৫-এর নিলাম হতাশার খবর দিল বাংলাদেশের ক্রিকেট ভক্ত দর্শকদের।  কারণটা মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন অবিক্রিত থেকে যাওয়া। চেন্নাই সুপার কিংসের হয়ে গত মৌসুমে খেলা পেসার মোস্তাফিজ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে অংশ নেন। তবে কোনো দল তার জন্য বিড করেনি এছাড়াও ৭৫ লাখে প্রথমবারের মতো নিলামে অংশ নেওয়া রিশাদের ভাগ্যও ছিল একই।

মোস্তাফিজের আইপিএলে সুনাম রয়েছে। বিশেষ করে তার ডেথ ওভারে দক্ষ বোলিং বারবার দলের গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ বদল করেছে। তবু এবারের নিলামে তাকে নিয়ে কোনো আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষজ্ঞদের মতে, দলের প্রয়োজনীয়তা আর বাজেট সীমাবদ্ধতার কারণে এ ধরনের অভিজ্ঞ খেলোয়াড়রাও অবিক্রিত থাকতে পারেন।

মোস্তাফিজুর ছাড়াও আরও কয়েকজন নামি তারকা অবিক্রিত থেকেছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের উমরান মালিক, ইংল্যান্ডের মঈন আলি এবং কিউই ফিন অ্যালেন। উমরান মালিক, যিনি ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে ছিলেন, কোনো দলেই সুযোগ পাননি।

অন্যদিকে, নিলামে বেশ কিছু বড় চুক্তি সম্পন্ন হয়েছে। ইংল্যান্ডের উইল জ্যাকস মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন ৫.২৫ কোটি রুপিতে। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন কলকাতা নাইট রাইডার্সে জায়গা করে নিয়েছেন ২.৮ কোটি রুপিতে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডকে ১.৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

নিলামের এই পর্বে মোস্তাফিজুর রহমানের অবিক্রিত থাকা যেমন হতাশার, তেমনই নতুন চুক্তি পাওয়া খেলোয়াড়দের জন্য রোমাঞ্চকর। ভক্তরা আশা করছেন, আসন্ন টুর্নামেন্টে দলগুলোর পরবর্তী কৌশলে আরও চমক দেখা যাবে।ৃ

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি