ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

যে কারণে বাদ পড়লেন সাব্বির-সৌম্য-এনামুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ৩০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৯:৩৯, ৩০ আগস্ট ২০১৮

ক্রিকেট মাঠে সাব্বির রহমান যেমন মারদাঙ্গা নামে পরিচিত, ক্রিকেটের বাইরেও উচ্ছৃঙ্খল জীবন-যাপনে ততটাই সমালোচিত। একবার নারী কেলেঙ্কারি তো অন্যবার বিধি ভঙ্গ করে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।

নারী কেলেঙ্কারি, দর্শক পেটানো, ম্যাচ রেফারিকে হুমকি, আম্পয়ারদের গালি দেয়ার মতো নানা বিতর্কে জড়ানো সাব্বির রহমানের ছোট্ট খেলোয়াড়ি জীবন। আর এসবের জন্যই এশিয়া কাপ থেকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।

গেল বছর দেশের হয়ে ১৪ ওয়ানডে ম্যাচ খেলেছেন সাব্বির রহমান। এর মধ্যে মার্চে শ্রীলঙ্কায় ও মে মাসে নিউজিল্যান্ডে একটি করে ফিফটি-উর্ধ্ব ইনিংস খেলেন তিনি। বাকি ১২ ইনিংসে ৪০ রানের উপরে কোনো অবদান রাখতে পারেননি। এর মধ্যে দুই অংকেই পৌঁছাতে পারেননি ৫ ইনিংসে। সবমিলিয়ে ব্যাট হাতে বেশ খারাপই কেটেছে তার।

এদিকে সৌম্য সরকারকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগছেন সৌম্য সরকার। রানখড়া যেন পিছু ছাড়ছে না তার। আর তাতেই এশিয়া কাপে তার উপর আস্থা রাখতে পারছে না বিসিবি। অন্যদিকে আশার ফুল হয়ে উঠা ওয়ান ডাউন কিংবা ওপেনিংয়ে ভালোই শুরু করেছিলেন এনামুল হক বিজয়। একসময় যেন বার্তায় দিয়ে দিয়েছিলেন যে তিন নাম্বার পজিশনটা তার।

কিন্তু সময় যতই ঘনিয়ে এসেছে, আশার ফুল ততই নিবিয়ে যাচ্ছে এনামুলের। পরপর কয়েকটি সিরিজে ব্যর্থ হওয়ার পর দল থেকে যে বাদ বড়লেন আর দলে ফিরতে পারছেন না একসময়ের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। গত বিশ্বকাপে দারুণ ঝলক দেখালেও এরপর থেকেই রানখড়া পেয়ে বসেছে এনামুলের। তারপরও তাকে কয়েকটি সিরিজে সুযোগ দেওয়া হয়। তবে কোথাও নামের প্রতি সুবিচার করতে না পারায় দল থেকেই এবার বাদ পড়লেন তিনি।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি