যে কারণে ব্যাটিংয়ে নামেননি আফিফ
প্রকাশিত : ১৮:৩০, ২৩ জানুয়ারি ২০২৩
আফিফ হোসাইন ধ্রুব
একাদশে ছিলেন, ফিল্ডিং করতেও নেমেছিলেন মাঠে। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নামেননি আফিফ হোসাইন। এ নিয়ে তৈরি হয় কৌতূহল। রংপুরের সঙ্গে ম্যাচে বড় ব্যবধানেই হেরে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
অবশ্য ম্যাচ শেষে পাওয়া গেছে ব্যাখ্যা। সংবাদ সম্মেলনে এসেছিলেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। তিনি জানিয়েছেন, গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে মাঠে আসার পর ফিল্ডিংয়ের সময় আরও অসুস্থ হয়ে পড়েন আফিফ।
দলীয় অধিনায়ক বলেন, ‘মাঠে এসে ফিল্ডিং করার পর একটু অসুস্থতা অনুভব করে সে। হয়তো গ্যাস থেকে সমস্যা তৈরি হয়েছে। এজন্য ব্যাটিংয়ে মাঠে নামতে পারেনি।’
মাঠে না নেমে আফিফ কি ড্রেসিং রুমেই ছিলেন? জানতে চাইলে শুভাগত বলেন, ‘অসুস্থতা অনুভব করার পর হোটেলে ফিরে গেছে সে।’
সাধারণত মাঠে নামার আগে ক্রিকেটারদের চেকআপ করা হয়। খেলতে পারবে কি-না তাও জানতে চাওয়া হয়। তেমন কিছু কী আফিফের ক্ষেত্রে হয়েছিল?
এ নিয়ে শুভাগত বলেন, ‘এরকম কিছু ছিল না। ফিজিওর সঙ্গে কনসার্ন ছিল। মাঠে খেলার মতো অবস্থা ছিল। কিন্তু ফিল্ডিং করার পর আরও বেশি সমস্যা তৈরি হয়েছে।’
পরে চট্টগ্রামের মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ নিলয় আফিফের বিষয়ে জানান, ‘আফিফ একটু ঠাণ্ডা নিয়ে আসছিল মাঠে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল খেলতে পারবে কি না। সে বলছে ওকে। পরবর্তীতে গ্যাস ফর্ম করে এবং সে অসুস্থ হয়ে যায়। তারপরও সে ওকে বলে খেলেছে। আবার যখন ফিল্ডিং করতে নামে, গ্যাসের কারণে মারাত্মকভাবে ঠাণ্ডা লেগে যায়। সে সুস্থ আছে এখন। সমস্যা নাই। হোটেলে আছে। পরের ম্যাচ খেলবে।’
বিপিএলের চলতি আসরে ৬ ইনিংসে ব্যাট করে একটি মাত্র ফিফটি পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ৪৭.৭৫ গড়ে রান করেছেন ১৯১টি। যেখানে তার স্ট্রাইকরেট ১২০.৮৮। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৯।
এনএস//