ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে কারণে মাত্র ৮ ঘণ্টার জন্য ঢাকায় আসলেন শাবনূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। মাঝেমধ্যে বিশেষ প্রয়োজনে বা কাজের তাগিদে দেশে এলেও, এবার তার ঢাকায় আসাটা ছিল একেবারেই ব্যক্তিগত এবং সংক্ষিপ্ত।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে শাবনূর জানান, তার অসুস্থ মাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার জন্যই তিনি হঠাৎ করে ঢাকায় এসেছিলেন। এই সফরে ঢাকায় তার অবস্থান ছিল মাত্র আট ঘণ্টা। এতটাই অল্প সময়ের জন্য তিনি এসেছিলেন যে, বিষয়টি অনেকেরই অজানা রয়ে গেছে।

শাবনূর বলেন, ‘আম্মা প্রায় এক মাস ধরে অসুস্থ ছিলেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও তেমন কোনো উন্নতি হয়নি। বরং অবস্থার অবনতি হতে থাকে। ২৮ মার্চ অবস্থা এমন দাঁড়ায় যে, আম্মা কথা বলার শক্তিও হারাতে থাকেন। সেদিন রাতেই অনেক কষ্টে একটা টিকিট পাই এবং এক কাপড়ে ঢাকার উদ্দেশে রওনা হই।’

ঢাকায় পৌঁছে দ্রুত মায়ের চিকিৎসার চেষ্টা চালালেও সন্তুষ্ট হতে পারেননি বলে জানান শাবনূর। তিনি বলেন, ‘চিকিৎসকেরা একের পর এক পরীক্ষা করাতে বলছিলেন, হাসপাতালে ভর্তি করার কথাও উঠেছিল। কিন্তু আমি বুঝে যাই, এই অবস্থায় তাকে দেশে রেখে চিকিৎসা করানো ঝুঁকিপূর্ণ। তাই ঢাকায় পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি করে মাকে নিয়ে অস্ট্রেলিয়ার পথে রওনা হই।’

সিডনিতে ফেরার পরপরই মাকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে বলে জানান শাবনূর। তিনি বলেন, ‘সৌভাগ্যবশত এখন আম্মা পুরোপুরি সুস্থ আছেন।’

এমন পরিস্থিতিতে হঠাৎ ঢাকায় আসা ও চলে যাওয়ার অভিজ্ঞতা শাবনূরের জন্য সহজ ছিল না। তবে একজন মেয়ে ও মায়ের ভালোবাসা থেকেই তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি