ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

যে কারণে শুক্রবার বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ৮ অক্টোবর ২০২৪

দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১১ অক্টোবর) সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বাজুস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাজুস শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অষ্টমী পূজার দিন (১১ অক্টোবর) রাজধানী ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাজুসের এ ঘোষণা অনুযায়ী আগামী ১১ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি